নিজস্ব সংবাদদাতা: এবার কেরালায় নতুন করে গুটি সাজাচ্ছে তৃণমূল। এবার সেখানে নতুন রাজ্য আহ্বায়ক ঘোষণা করল তৃণমূল। পিভি আনভারকে কেরালার রাজ্য আহ্বায়ক নিযুক্ত করেছে তৃণমূল। নীলাম্বুরের স্বতন্ত্র বিধায়ক পিভি আনভার আজ বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন।
Thiruvananthapuram, Kerala: PV Anvar appointed as the state Convenor of Kerala: TMC