নিজস্ব সংবাদদাতা: অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলার কাভালির বাসিন্দা মধুসুধা রাওয়ের মৃতদেহ, যিনি পাহেলগাম সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছিলেন, চেন্নাইতে আনা হয়েছে।
/anm-bengali/media/post_attachments/98be323c-a09.png)
তামিলনাড়ুর বিজেপি প্রধান নৈনার নাগেন্দ্রন এবং তামিলনাড়ু কংগ্রেস কমিটির সভাপতি সেলভাপেরুন্থাগাই পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। দেখুন ভিডিও-