ডাইনি সন্দেহে আদিবাসী মহিলাকে অপহরণ করে খুন, ধৃত ৮

ডাইনি সন্দেহে ৪৫ বছরের এক আদিবাসী মহিলাকে অপহরণের পর খুন করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে আটজনকে। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে লেঙ্গটিবাড়ি গ্রামের ৪৫ বছর বয়সী কৌশল্যা ঘাটওয়ালকে ডাইনি সন্দেহে অপহরণ করে নিয়ে যায় অভিযুক্তরা।

author-image
Aniruddha Chakraborty
New Update
dd

নিজস্ব সংবাদদাতাঃ ডিজিটাল ইন্ডিয়া যখন ক্রমশ এগিয়ে চলেছে তখন প্রদীপের নিচে থাকা অন্ধকারের মতো ভারতের বিভিন্ন প্রান্তে এখনও চলছে কুসংস্কার ও অন্ধবিশ্বাসের রমরমা। সম্প্রতি সেরকমই একটি ঘটনা ঘটেছে ত্রিপুরার খোয়াই জেলার চম্পাহোয়ার পুলিশ স্টেশনের লেঙ্গটিবাড়ি গ্রামে। সেখানে ডাইনি সন্দেহে ৪৫ বছরের এক আদিবাসী মহিলাকে অপহরণের পর খুন করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে আটজনকে।

শনিবার পুলিশের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাতে লেঙ্গটিবাড়ি গ্রামের ৪৫ বছর বয়সী কৌশল্যা ঘাটওয়ালকে ডাইনি সন্দেহে অপহরণ করে নিয়ে যায় অভিযুক্তরা। তারপর তাঁকে কুপিয়ে খুন করে ওই মহিলার মৃতদেহটি একটি সেফটি ট্যাংকের মধ্যে ঢুকিয়ে দেয়। মহিলার পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে শুক্রবার মৃতদেহটি উদ্ধার করে রাতেই অভিযুক্ত আটজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের মধ্যে মূল অভিযুক্ত ওই মহিলার স্বামী ও শ্বশুরবাড়ির আত্মীয়রা রয়েছে।

ঘটনা প্রসঙ্গে খোয়াইয়ের অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল ও পুলিশের মুখপাত্র জ্যোতিষ্মান দাস চৌধুরী জানান, অভিযুক্তদের গ্রেফতার করার পর শনিবার স্থানীয় আদালতে তোলা হলে বিচারক তাদের তিনদিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।