শুরু ট্রায়াল রান! হাওড়ার পর খড়গপুরেই থামবে বন্দে ভারতের চাকা

শুক্রবার হাওড়া থেকে শুরু হয় খড়গপুর ডিভিশনের এই বন্দে ভারত এক্সপ্রেসের পরীক্ষামূলক সফর। এ দিন ট্রেনটি পুরী পৌঁছবে বেলা ১২টা ৩৫মিনিটে। ফের পুরী থেকে হাওড়ার উদ্দেশ্যে বেলা ১টা ৩৫মিনিটে রওনা দেওয়ার কথা।

author-image
Pallabi Sanyal
New Update
TRIAL RUN

বন্দে ভারতের ট্রায়াল রান

দিগ্বিজয় মাহালী, খড়গপুর: ১৩০ কিলোমিটার গতিবেগে ছুটে নির্ধারিত সময়েই খড়গপুর স্টেশনে পৌঁছল হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস। শুক্রবার হাওড়া থেকে শুরু হয় খড়গপুর ডিভিশনের এই বন্দে ভারত এক্সপ্রেসের পরীক্ষামূলক সফর। রাজ্যের দ্বিতীয় এই বন্দে ভারতের রক্ষনাবেক্ষণ করবে খড়গপুর ডিভিশনও। শুক্রবার  সকাল ৬টা বেজে ১০ মিনিটে হাওড়া থেকে পুরীর উদ্দেশ্যে রওনা দেয় এই বন্দে ভারত এক্সপ্রেস। খড়গপুরে পৌঁছোয় সকাল ৭টা ৩৮মিনিটে। ট্রেনের গতিবেগ ১৩০ কিলোমিটার ছিল বলে জানা গিয়েছে। এ দিন ট্রেনটি পুরী পৌঁছবে বেলা ১২টা ৩৫মিনিটে। ফের পুরী থেকে হাওড়ার উদ্দেশ্যে বেলা ১টা ৩৫মিনিটে রওনা দেওয়ার কথা। এই পরীক্ষামূলক সফর সফল হলে ৩০ এপ্রিল হবে দ্বিতীয় পরীক্ষামূলক সফর। তার পরেই হাওড়া-পুরী রুটে এই বন্দে ভারতের সফরসূচি ঘোষণা করবে রেল। জানা গিয়েছে, হাওড়ার পরে এই রাজ্যে একমাত্র খড়্গপুর স্টেশনেই দাঁড়াবে এই ট্রেন। এ দিন খড়্গপুরে পৌঁছতেই উৎসুক যাত্রীরা ভিড় জমান ট্রেনের সামনে। অনেকেই নিজের মোবাইলে ক্যামেরাবন্দি করে সেই স্মরণীয় মুহূর্তের ছবি। পরীক্ষামূলক এই বন্দে ভারত এ দিন চালান সিনিয়র লোকো পাইলট রাজা মুখোপাধ্যায়।