নিজস্ব সংবাদদাতা : আজ একটি অতর্কিত জঙ্গি হানায় ফের একবার রক্তাক্ত হয়ে ওঠে ভূস্বর্গ কাশ্মীর। এই ঘটনাটি ঘটেছে কাশ্মীরের পহেলগাঁও-এ। আজ হঠাৎ করেই পহেলগাঁও-এর বৈসারণ ভ্যালিতে উপস্থিত পর্যটকদের ওপর হামলা চালিয়ে দেয় একদল স্বশস্ত্র জঙ্গি। আর এই ঘটনার ঠিক কিছুক্ষন পরেই এই সন্ত্রাসবাদী হামলার দায় শিকার করে দ্য রেসিস্টেন্স ফ্রন্ট (TRF)।
/anm-bengali/media/media_files/2025/04/22/rrVq9RdzKu7gpi6ihOM3.JPG)
মূলত লস্কর-ই-তইবার ছদ্ম সংগঠন হিসেবেই পরিচিত এই দ্য রেসিস্টেন্স ফ্রন্ট (TRF)। এই ঘটনায় প্রকৃত নিহত বা প্রকৃত আহতের সংখ্যা নিয়ে এখনও কিছুটা ধোঁয়াশা রয়েছে।