উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে! ইরানে থাকা ভারতীয়দের ওপর সতর্কতা জারি

কেন্দ্র সরকার ইরানে থাকা ভারতীয়দের সতর্ক করল।

author-image
Tamalika Chakraborty
New Update
iran attacks osrael


নিজস্ব সংবাদদাতা: ইজরায়েলের ওপর ইরান একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। জানা গিয়েছে, ১৮০টির বেশি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে। এই পরিস্থিতিতে নতুন করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা দেখতে পাওয়া গিয়েছে। আমেরিকা সহ একাধিক পশ্চিমি দেশ এই হামলার নিন্দে করেছে। এই পরিস্থিতিতে ভারতীয়দের ইরান-যাত্রা নিয়ে সতর্কবার্তা জারি করল কেন্দ্রীয় সরকার।

iran israel

বুধবার কেন্দ্রীয় সরকারের তরফে ওই সতর্কবার্তায় জানানো হয়েছে, প্রয়োজন ছাড়া ভারতীয়রা যেন ইরান যাত্রা এড়িয়ে চলেন।  একইসঙ্গে ইরানে বসবাসকারী ভারতীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে। তেহরানে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযো রাখতে বলা হয়েছে।  ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে বর্তমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিদেশমন্ত্রী এস জয় শঙ্কর।  বিবৃতিতে বিদেশমন্ত্রক জানিয়েছে, ওই অঞ্চলে নিরাপত্তার উপর নজর রাখা হচ্ছে। মধ্য প্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

 tamacha4.jpeg