নিজস্ব সংবাদদাতা: দুই আসনের সেসনা ১৫২ বিমান দুপুর ১.৩০ মিনিটে বিধ্বস্ত হয় মধ্যপ্রদেশের গুনায়। ইঞ্জিনের ব্যর্থতার কারণে ৪০ মিনিটের জন্য বায়ুবাহিত থাকার পরে এই দুর্ঘটনা ঘটে।
গুনা ক্যান্ট থানার ইনচার্জ দিলীপ রাজোরিয়া এই তথ্য দিয়েছেন। বিমানটি পরীক্ষা ও রক্ষণাবেক্ষণের জন্য কয়েক দিন আগে এখানে এসেছে বলে ওই কর্মকর্তা জানিয়েছেন।
বিমানটিতে থাকা দুই পাইলট আহত হয়েছেন। তারা আশঙ্কামুক্ত এবং সেখানে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।