দূরে ঘুরতে যাবেন? আর ৪ মাস আগে বুকিং করা যাবে না দূরপাল্লার টিকিট

এবার নতুন নিয়ম।

author-image
Anusmita Bhattacharya
New Update
trainn.jpg

নিজস্ব সংবাদদাতা: রেলের টিকিট বুকিং নিয়ে বড় আপডেট এল সামনে। দূরপাল্লার ট্রেনের টিকিট বুকিংয়ের নিয়ম বদলে গেল। এবার ১২০ দিনের পরিবর্তে ৬০ দিন আগে থেকে ট্রেনের টিকিট বুকিং করতে পারবেন। রেল মন্ত্রক বিজ্ঞপ্তি জারি করে একথা ঘোষণা করেছে। সেখানে বলা হয় যে দূরপাল্লার ট্রেনের অ্যাডভান্স রিজার্ভেশনের সময়সীমার ৬০ দিন করে দেওয়া হয়েছে। আগামী ১ নভেম্বর থেকে এই নিয়ম চালু হয়ে যাবে। 

রেলওয়ের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১ নভেম্বর ২০২৪ থেকে ট্রেনে অগ্রিম সংরক্ষণের বর্তমান সময়সীমা ১২০ দিন থেকে কমিয়ে ৬০ দিন করে দেওয়া হবে (যাত্রার তারিখ বাদ ধরে)। তবে ৩১ অক্টোবর ২০২৪ পর্যন্ত ১২০ দিনের ARP-এর অধীনে করা সমস্ত বুকিং একই থাকবে। নভেম্বর থেকে করা বুকিংয়ের ক্ষেত্রে নতুন নিয়ম লাগু হবে।

এতদিন পর্যন্ত ১২০ দিন বা চার মাস আগে ট্রেনের টিকিট বুক করা যেত। এবার থেকে ৬০ দিন আগে অর্থাৎ ২ মাস আগে টিকিট বুক করতে পারবেন।