করমণ্ডল থেকে শিক্ষা! ট্রেনগুলির গতি বেঁধে দিল রেল?

ওড়িশার বালাসোরে করমণ্ডল এক্সপ্রেসের (Coromandel Train Accident) দুর্ঘটনা তাড়া করে বেড়াচ্ছে সকলকে। রীতিমতো বিভীষিকায় পরিণত হয়েছে এই ট্রেন দুর্ঘটনা। রেলের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, এখনও অবধি এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৭৫ জনের।

author-image
SWETA MITRA
New Update
train .jpg

নিজস্ব সংবাদদাতাঃ ওড়িশার বালাসোরে করমণ্ডল এক্সপ্রেসের (Coromandel Train Accident) দুর্ঘটনা তাড়া করে বেড়াচ্ছে সকলকে। রীতিমতো বিভীষিকায় পরিণত হয়েছে এই ট্রেন দুর্ঘটনা। রেলের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, এখনও অবধি এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৭৫ জনের। এছাড়া আহত হয়েছেন ১১৭৫ জন। এদিকে আজ ভোররাত থেকে ওই লাইনে শুরু হয়েছে নতুন করে ট্রেন পরিষেবা। এদিন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনেরও দেখা মিলল ওই রুটে। যদিও এই নতুন লাইনে ট্রেনের গতিবেগ ১০ কিমি প্রতি ঘণ্টাই রাখা হয়েছে রেলের নির্দেশ অনুযায়ী। আপাতত এরকম স্পিডেই চলবে ট্রেন, পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেনগুলির গতিবেগ বাড়ানো হবে। আজ থেকে আপ-ডাউন দুটি লাইনেই শুরু হয়েছে ট্রেন পরিষেবা।