নিজস্ব সংবাদদাতা: ভুয়ো কল (Spam Call) এবং ভুয়ো এসএমএসে (Fake SMS) অনেকের নাজেহাল অবস্থা। এবার আর চিন্তা নেই কারণ আগামী ১ মে থেকে বড় পরিবর্তন আসছে। মোবাইলে ভুয়ো কল, ভুয়ো এসএমএস আর আসবে না আপনার। ভারতীয় টেলিকম রেগুলেটরি অথোরিটি অফ ইন্ডিয়া (TRAI) এর মাধ্যমে ভুয়ো কল এবং ভুয়ো এসএমএস বন্ধ নিয়ে যে নিয়মগুলি রয়েছে, তার মধ্যে নতুন পরিবর্তন (New Change) করা হবে। মোবাইলের ফোন কল এবং মেসেস সার্ভিসে ইন্টেলিজেন্স স্প্যাম ফিল্টার (Spam Filter) যোগ করতে হবে। এর মাধ্যমেই আপনি ফোনে আসা ভুয়ো কল এবং মেসেজ বন্ধ করতে পারবেন।