নিজস্ব সংবাদদাতা: কাশ্মীরের পহেলগাঁওয়ো জঙ্গি হামলায় কমপক্ষে ১৬ জন আহত হয়েছে। একজনের মৃত্যু হয়েছে। আরও একজনের অবস্থা গুরুতর। এরই মধ্যে ভুক্তোভুগী পর্যটকরা জানিয়েছে, "আমরা মুসলিম নয় বলে জঙ্গিরা আমাদের আক্রমণ করেছে।"
/anm-bengali/media/media_files/2025/04/22/vrr0wKbR8NL8jGZA5Q32.JPG)
মঙ্গলবার বিকেলের দিকেই জঙ্গিরা একদল পর্যটককে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। পর্যটকরা সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন। যদিও হামলার পরেই ঘটনাস্থলে নিরাপত্তাবাহিনী এলাকা ঘিরে ফেলে। জঙ্গিদের সন্ধানে তল্লাশি অভিযান শুরু করে। অ্যাম্বুল্যান্সে দ্রুত আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। এক পর্যটক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, জঙ্গিরা তাঁর সামনেই তাঁর স্বামীর মাথায় গুলি করেছে। গুরুতর অবস্থায় দুজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তারমধ্যে একজনের মৃত্যু হয়েছে।