নিজস্ব সংবাদদাতা : পহেলগাঁও হামলার জেরে বড়সড় ধাক্কা খেতে চলেছে কাশ্মীরের পর্যটন ব্যবস্থা। এই হামলার পরেই কাশ্মীর ছাড়ছেন শয়ে শয়ে মানুষ। পহেলগাঁও-এর জঙ্গি হামলার আতঙ্ক এখনও কাটিয়ে উঠতে পারছেন না সাধারণ মানুষ। প্রাণ বাঁচাতে তাই আগেভাগেই কাশ্মীর ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বহু পর্যটক।
/anm-bengali/media/media_files/2025/04/23/f2rRWYsBvnW1yogjUmG4.jpg)
আজ এই বিষয়ে এক পর্যটক বলেন,''আজই আমরা তাড়াতাড়ি ফ্লাইট বুক করে কাশ্মীর ছাড়তে চলেছি। ফ্লাইটের ভাড়া অনেক বেশি, তবুও সবাই আতঙ্কের মধ্যে আছে।" এই জঙ্গি হামলার পর পর্যটকদের মধ্যে এক আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এবং অনেকেই নিরাপত্তার কারণে নিজের নিজের রাজ্যে ফিরে আসছেন।