নিজস্ব সংবাদদাতাঃ ভারী বৃষ্টিতে নাজেহাল দিল্লি (Delhi)। জাতীয় রাজধানী দিল্লিতে বৃষ্টি ৪০ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। শুধু গত ২৪ ঘণ্টায় ১৫৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা ১৯৮২ সালের পর থেকে একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত। এদিকে ভয়াবহ বৃষ্টির কারণে একাধিক বাড়ি ভেঙে পড়ছে বলে জানিয়েছেন দিল্লি ফায়ার সার্ভিসের ডিরেক্টর অতুল গর্গ। তিনি আজ সোমবার জানিয়েছেন, ‘এখনও অবধি মোট ১৩টি বাড়ি ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। এটি খুবই নজিরবিহীন। আমরা কখনও এত পরিমাণে বাড়ি ধসে পড়ার বিষয়ে ফোন পাইনি। দিল্লিতে বাড়ি ভেঙে পড়ার জেরে এখনও পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে এবং ৩ শিশু আহত হয়েছে।‘