বন্যপ্রাণী পাচার!

বার্ড শপ থেকে উদ্ধার কচ্ছপ ও নিষিদ্ধ প্রজাতির টিয়া পাখি! পাচারের ছক! তদন্তে পুলিশ।

author-image
Pallabi Sanyal
New Update
১২৩

নিজস্ব সংবাদদাতা : বন্যপ্রাণী পাচারের ছক! দিল্লিতে উত্তর-পূর্ব জেলার পুলিশের একটি দল অভিযান চালানোর পর উদ্ধার হয়েছে ১৯টি কচ্ছপ ও ৪০টি নিষিদ্ধ প্রজাতির তোতাপাখি।  একটি দোকান থেকে উদ্ধার করা হয়েছে প্রাণীগুলি। গ্রেফতার করা হয়েছে ৪ জনকে। এই ঘটনায় একটি মামলা রুজু করে শুরু হয়েছে তদন্ত। এমনটাই জানিয়েছেন উত্তর-পূর্বের ডিসিপি জয় টির্কি।  দোকানটিতে কীভাবে এল ওই কচ্ছপ ও নিষিদ্ধ প্রজাতির তোতাপাখি তা নিয়ে উঠছে প্রশ্ন। কোথায় প্রাণীগুলিকে নিয়ে যাওয়ার কথা ছিল তাও খতিয়ে দেখা হচ্ছে।