আগামীকাল ভোট দিচ্ছেন? অবশ্যই জেনে রাখুন এই বিষয়গুলি -

এখন চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
election (1).jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: আজকের পর রাত পোহালেই ঝাড়খণ্ডে শুরু হবে বিধানসভা নির্বাচন। গতকালই বিকালে শেষ হয়েছে প্রচার পর্ব। এখন এই মুহুর্তে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। 

ghatalvote

ঝাড়খণ্ডের মুখ্য নির্বাচনী আধিকারিক কে. রবি কুমার এদিন সেই সম্পর্কে বলেন, “যে সমস্ত রাজনৈতিক কর্মী ভোটার নন, তাদের ভোট কেন্দ্রের বাইরে যেতে হবে। এতে কোনো ছাড় নেই। ভোটাররা যেন গতবারের মতো বুথের ভেতরে ছবি না তোলেন। ইভিএমের সাথে সেলফি তোলা অপরাধমূলক কাজকর্ম হিসেবেই গণ্য হবে। ইভিএম এবং বুথের ২০০ মিটারের মধ্যে ভোটার কার্ড ছাড়া কোনো পোস্টার বা ব্যানার লাগানো যাবে না। আরও ১২টি পরিচয়পত্র রয়েছে যা ভোট দেওয়ার জন্য ব্যবহার করা যেতে পারে। অতএব ভোট দিতে গেলে যেকোনও পরিচয় পত্র থাকা বাধ্যতামূলক। NRI ভোটারদের জন্য পাসপোর্ট অবশ্যই প্রয়োজন”।

elections1.jpg