আগামীকাল বিশেষ দিন! জেনে নিন এখনই

২০২১ সালের সেপ্টেম্বরে ভারতের প্রতিরক্ষা দফতরের মধ্যস্থতায় স্পেনের এভিয়েশন ম্যানুফ্যাকচারিং সংস্থা ‘এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস’ এর সাথে টাটা গ্রুপের ২২ হাজার কোটি টকা মূল্যের ৫৬টি সি-২৯৫ ট্যাক্টিক্যাল সামরিক পরিবহন বিমান তৈরির চুক্তি হয়।

author-image
Pallabi Sanyal
New Update
dew

নিজস্ব সংবাদদাতা : ভারতের ইতিহাসে আগামীকাল একটি উল্লেখযোগ্য দিন হতে চলেছে। কারণ আগামীকালই বিমানবাহিনীতে অন্তর্ভুক্তি হবে সি-২৯৫ পরিবহন বিমানটির। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের উপস্থিতিতে হবে অন্তর্ভুক্তিকরণ। এছাড়াও ২৫ সেপ্টেম্বর হিন্দান বিমান ঘাঁটিতে ভারত ড্রোন শক্তি-২০২৩, ড্রোন প্রদর্শনীর উদ্বোধন করবেন প্রতিরক্ষামন্ত্রী। আইএএফ প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী সহ শীর্ষ সামরিক আধিকারিকরাও উপস্থিত থাকবেন।