নিজস্ব সংবাদদাতা: আগামী সপ্তাহেই রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে। রামলালার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক সপ্তাহ আগে থেকেই শুরু হয়েছে প্রাণ প্রতিষ্ঠার আচার-অনুষ্ঠান। সেই আচারেরই গুরুত্বপূর্ণ একটি অংশ পালন হতে চলেছে আজ। অযোধ্যার নতুন নির্মিত হওয়া রাম মন্দিরের ভিতরে আজ আনা হবে রামলালার মূর্তি। ১৮ জানুয়ারি সেই মূর্তি গর্ভগৃহে স্থাপন করা হবে।
২২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামলালার আসল বিগ্রহকে নিয়ে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করবেন এবং প্রাণ প্রতিষ্ঠা করা হবে। রামলালার আসল বিগ্রহের সঙ্গে একটি মূর্তিও তৈরি করা হয়েছে। সেই মূর্তিতেও চক্ষুদান করতে চলেছেন প্রধানমন্ত্রী মোদী। দুপুর ১২টা ১৫ মিনিট থেকে ১২ টা ৪৫ মিনিট- এই শুভ তিথিতেই প্রাণ প্রতিষ্ঠা করার বিধি আছে।
সাতদিনের বিশেষ রীতি পালন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ তিনি কেরলের রাম মন্দিরের দর্শনে গেছেন। শুক্রবার থেকে তিনি শুধু একবেলা খাবেন এবং মাটিতে শোবেন।