নিজস্ব সংবাদদাতা: আজ চলছে অরবিন্দ কেজরিওয়ালের মামলার শুনানি। কয়েকদিন ইডি হেফাজতে থাকার পর আজ ফের আদালতে হাজির হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। শুনানি চলাকালীন এদিন কেজরিওয়ালের আইনজীবী লিখিত আবেদন পত্র জমা দিয়েছেন। সেখানে তারা বলেছেন, “এটি ১০০ কোটি টাকার কেলেঙ্কারী ছিল বলে অভিযোগ করা হচ্ছে। অথচ বিচারপতি সঞ্জীব খান্না বলেছেন যে সেই টাকাটি কোথায় কোথায় ব্যবহৃত হয়েছে অর্থাৎ মানি ট্রেল হয়েছে কিনা, তা এখনও খুঁজে পাওয়া যায়নি। ইডির উদ্দেশ্য হল আম আদমি পার্টিকে ভেঙে চূর্ণ করে দেওয়া। আর তারা সেটাই করছে”।