আজ বিরোধ নয়, আজ শুধুই বন্ধুত্ব, কাঁধে কাঁধ মিলিয়ে খেলছে সাংসদরা

'ম্যাচটি একটি ভাল কারণের জন্য খেলা হচ্ছে'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
indian parliament (1).jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: সংসদ সদস্যদের বন্ধুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচ চলছে আজ। রাজ্যসভার চেয়ারম্যান একাদশ বনাম লোকসভা স্পিকার একাদশ। প্রায় প্রত্যেক সদস্যই এই ক্রিকেট ম্যাচে অংশ গ্রহণ করেছেন। এদি এই প্রসঙ্গে আপ সাংসদ রাঘব চাড্ডা বলেন, “এটি একটি ভাল উদ্যোগ। ম্যাচটি একটি ভাল কারণের জন্য খেলা হচ্ছে। আমি মনে করি এর কারণ সম্পর্কে সচেতনতা। এই ম্যাচের মাধ্যমে দেশের প্রতিটি কোণায় পৌঁছে যাবে নির্বাচনের পরও নেতাদের মধ্যে বিদ্বেষ অব্যাহত থাকলেও বন্ধুত্ব থাকে। এ ধরনের টিম ওয়ার্কে উদ্যোগের মাধ্যমে বিদ্বেষ দূর হবে। দেশকে এগিয়ে নিয়ে যেতে আমরা ভারত মাতার দল হিসেবে কাজ করব”।

x