নিজস্ব সংবাদদাতাঃ এবার দিল্লি পুলিশের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস (TMC)। কেন জানেন? ১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবিতে কেন্দ্রের অস্বস্তি বাড়িয়ে দিল্লির বুকে ধর্নায় বসার অনুমতি চাইল তৃণমূল। পশ্চিমবঙ্গে বকেয়া ১০০ দিনের কাজের টাকা নিয়ে ধর্নার অনুমতি চেয়ে দিল্লি পুলিশকে নতুন করে চিঠি দিয়েছে টিএমসি। চিঠি অনুযায়ী, দিল্লির ৩ জায়গায় ধর্নার জন্য অনুমতি চেয়েছে তৃণমূল। ২ ও ৩ অক্টোবর ধর্না করার জন্য অনুমতি চেয়েছে চিঠিতে তৃণমূল। এই তিন জায়গা হল যন্তর মন্তর, কৃষি ভবনের বাইরে ও কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং-এর বাসভবনের বাইরে। এখন এটাই দেখার, দিল্লি পুলিশ এই ধর্নার অনুমতি দেয় কিনা।