নিজস্ব সংবাদদাতা : আজ সংসদের বাজেট অধিবেশন নিয়ে নিজের বক্তব্য রাখলেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আগামী ১৩ই মার্চ ছুটি থাকবে, কারণ ১৪ই মার্চ হোলি। তাই আমি প্রস্তাব দিয়েছি যে ১৩ই মার্চের পরিবর্তে ১৫ই মার্চ, শনিবার সংসদ চলুক।”
/anm-bengali/media/media_files/o9EO80jDHVKNQJ28kM5H.jpg)
এছাড়াও ভুয়ো ভোটার প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ''একই এপিক নম্বরে ৩ জন ভোটার রয়েছেন, যা আইনত অনুমোদিত নয়। আমরা এই বিষয়টি সংসদে জোরালোভাবে উত্থাপন করব। এছাড়াও আমরা এই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনকে নোটিস দিতে চলেছি।”