বাংলায় ভোটে একের পর এক মৃত্যু! এবার মণিপুর যাচ্ছে TMC

মণিপুরে তফসিলি উপজাতি (এসটি) মর্যাদার জন্য মেইতেই সম্প্রদায়ের দাবির প্রতিবাদে ৩ মে একটি উপজাতি সংহতি মিছিল বের করা হয়েছিল। এর পরেই রাজ্যে সহিংস সংঘর্ষ শুরু হয়।

author-image
SWETA MITRA
New Update
tmc.jpg

নিজস্ব সংবাদদাতাঃ একদিকে যখন পঞ্চায়েত ভোটে হিংসা কবলিত এলাকাগুলি পরিদর্শনে বিজেপির (BJP) প্রতিনিধি দল রাজ্যে আসছে ঠিক তখনই বিরাট সিদ্ধান্ত নিল তৃণমূল (TMC)। এক কথায় এবার বিজেপির পাল্টা দিল তৃণমূল। এবার হিংসায় জর্জরিত মণিপুরে যাচ্ছে তৃণমূলের একটি প্রতিনিধি দল।   আজ সোমবার তৃণমূলের তরফে এক টুইট বার্তায় জানানো হয়েছে, চার সদস্যের একটি প্রতিনিধি দল মণিপুরে যাচ্ছে। এই প্রতিনিধি দলে রয়েছেন ডেরেক ও ব্রায়ান, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, দোলা সেন। আগামী ১৪ জুলাই মণিপুরের সেইসকল জায়গায় তৃণমূলের প্রতিনিধি দল যাবে যেখানে ব্যাপক হিংসার ঘটনা ঘটেছে। এছাড়া কেন্দ্রীয় সরকার গত ৩ মাস ধরে যে জায়গাকে উপেক্ষা করেছে সেখানেও যাবে তৃণমূল।‘ এদিকে নতুন করে কেন্দ্র ও শাসক দলের মধ্যে তরজা শুরু হল বলে মনে করছে বিশিষ্ট মহল।  

 

মণিপুরে সহিংসতা থামছেই না কিছুতেই। সম্প্রতি ইম্ফল পশ্চিম জেলায় জনতা দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং ইম্ফল পূর্ব জেলায় দুটি সম্প্রদায়ের মধ্যে মাঝে মাঝে গুলি বর্ষণের খবর পাওয়া যায়।

উল্লেখ্য, মণিপুরে তফসিলি উপজাতি (এসটি) মর্যাদার জন্য মেইতেই সম্প্রদায়ের দাবির প্রতিবাদে মে একটি উপজাতি সংহতি মিছিল বের করা হয়েছিল। এর পরেই রাজ্যে সহিংস সংঘর্ষ শুরু হয়। 

  পাহাড়ি অধ্যুষিত কুকি উপজাতি এবং উপত্যকা অধ্যুষিত সম্প্রদায়ের মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়ার পর গত মে মণিপুরে ইন্টারনেট বন্ধ করে দেয় সরকার।

সহিংসতা রোধে ভুয়া তথ্য ছড়ানো বন্ধ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে অনেকে ইন্টারনেট নিষেধাজ্ঞার প্রভাব নিয়েও প্রশ্ন তুলেছেন। কিন্তু দুই মাসেরও বেশি সময় ধরে গোলাগুলি হত্যাকাণ্ড অব্যাহত রয়েছে। হাইকোর্ট বলেছে, "হোয়াইটলিস্টেড" ফোন নম্বরগুলিতে ইন্টারনেট সংযোগ পুনরুদ্ধার করা যায় কিনা তা রাজ্য সরকারের বিবেচনা করা উচিত।  

 

 

এখনও পর্যন্ত দুই গোষ্ঠীর সংঘর্ষে ১০০ জনেরও বেশি মানুষ মারা গেছে এবং শত শত মানুষ বাস্তুচ্যুত হয়ে ত্রাণ শিবিরে বসবাস করছেন। নিজেদের ভিটে, মাটি হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন হাজার হাজার মানুষ। মেইতেই সম্প্রদায় এবং উপজাতীয় কুকিজের মধ্যে লড়াই অব্যাহত রয়েছে।

A four member fact-finding delegation of MPs from @AITCofficial will visit Manipur on July 14. Members of Parliament @derekobrienmp @KBanerjee_aitc @kakoligdastidar @Dolasen7 will reach out to those affected and provide some healing comfort for a ‘DOUBLE ENGINE’ State that the…

— All India Trinamool Congress (@AITCofficial) July 10, 2023