ইন্ডিয়া জোটের বৈঠকে বাদ টিএমসি-শিবসেনা (ইউবিটি), আবার বৈঠক- জানিয়ে দেওয়া হল

ইন্ডিয়া জোটের বৈঠক নিয়ে কি জানানো হল?

author-image
Aniket
New Update
d

File Picture

নিজস্ব সংবাদদাতা: আজ ইন্ডিয়া জোটের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে দিল্লিতে। এই বৈঠকে বাদ ছিল তৃণমূল ও উদ্ধব গোষ্ঠীর শিবসেনা। এবার তৃণমূল ও উদ্ধব গোষ্ঠীর শিবসেনা দলের বৈঠক থেকে বাদ থাকার কারণের বিষয়ে ব্যাখ্যা দিলেন কংগ্রেস সাংসদ সৈয়দ নাসির হুসেন। তিনি আরও জানিয়েছেন, ইন্ডিয়া জোটের আরও একটি বৈঠক অনুষ্ঠিত হবে খুব শীঘ্রই। সেই বৈঠকের দিনক্ষণের বিষয়ে দুই-এক দিনের মধ্যেই জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন কংগ্রেস সাংসদ সৈয়দ নাসির হুসেন। তিনি বলেছেন, "ইন্ডিয়া জোটের রাজ্যসভার ফ্লোর নেতাদের একটি বৈঠক ছিল। সংসদের অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আসন্ন বিল, সরকারের আচরণ এবং আরও অনেক বিষয় নিয়েও আলোচনা হয়। তা ছাড়া, এটাও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে খুব শীঘ্রই ইন্ডিয়া জোট নেতাদের একটি বৈঠক হবে এবং দুই-এক দিনের মধ্যে বৈঠকের তারিখ ঘোষণা করা হবে। তারা (টিএমসি, শিবসেনা-ইউবিটি) আগেই জানিয়েছিল যে তারা আজকের বৈঠকে যোগ দিতে পারবে না। আজ প্রায় ১৭ থেকে ১৮ টি দল উপস্থিত ছিল"। উল্লেখ্য, লোকসভা নির্বাচনে কেন্দ্র থেকে বিজেপির পতন নিশ্চিত করতে দেশের বৃহত্তম বিরোধী গোষ্ঠীগুলি ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। ইন্ডিয়া জোটের মাধ্যমে বিরোধী দলের নেতারা ২০২৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পতন ঘটাতে সক্ষম হবে বলে মনে করছেন। তবে সদ্য হয়ে যাওয়া ৫ রাজ্যের নির্বাচন অন্য কথা বলছে। লোকসভা নির্বাচনের আগে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, তেলেঙ্গানা ও মিজোরামের নির্বাচনকে সেমিফাইনাল বলেই মনে করা হচ্ছিল। আর এই নির্বাচনেই বিজেপি দারুন ফল করেছে। কংগ্রেসের হাত থেকে দুটি বড় রাজ্য ছত্তিশগড় ও রাজস্থান একসঙ্গে ছিনিয়ে নিয়েছে বিজেপি। যার ফলে অনেকেই মনে করছেন, ইন্ডিয়া জোটের ভীত এই ৫ রাজ্যের নির্বাচন অনেকটাই নড়বড়ে করে দিয়েছে। তবে এখনও পর্যন্ত ইন্ডিয়া জোটের সবকটি দলই ইন্ডিয়া জোটের নিয়ে আশাবাদী রয়েছে।