নিজস্ব সংবাদদাতাঃ নভেম্বর মাসের খুচরা মুদ্রাস্ফীতির পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। ভারতের খুচরা মুদ্রাস্ফীতি (Inflation) তিন মাসের পতনের পরে নভেম্বরে ৫.৫৫ শতাংশে পৌঁছেছে। এর কারণ ফলমূল, শাকসবজি, ডাল, মশলার দাম বৃদ্ধি। ২০২৩ সালের অক্টোবরে তা ছিল ৪.৮৭ শতাংশ। সেপ্টেম্বরে তা ছিল ৫.০২ শতাংশ। এদিকে এই নিয়েই এবার মোদী সরকারকে তুলোধনা করে ছাড়ল তৃণমূল কংগ্রেস। আজ এক টুইট বার্তায় তৃণমূলের তরফে বলা হয়েছে, ‘বিজেপির শাসনের মডেল নিছক বিভ্রম ছাড়া আর কিছুই নয়! নভেম্বরে খুচরা মুদ্রাস্ফীতি তিন মাসের সর্বোচ্চ গতিতে 5.55% এ উন্নীত হওয়ায় মুদ্রাস্ফীতি নজিরবিহীন স্তরে পৌঁছেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'অমৃত কাল'- ভারতীয় অর্থনীতি একটি টিকিং বোমায় পরিণত হয়েছে এবং জনগণকেই এর মূল্য দিতে হবে। মিস্টার মোদী, সাধারণ মানুষের দুর্দশা কি আপনার কাছে কিছুই না?’