'কাতিল' বিজেপি! তৃণমূলের হুঁশিয়ারিতে তরজা

আগামী ২ ও ৩ অক্টোবর ‘দিল্লি চলো অভিযান’ তৃণমূলের। তার আগে অভিযান শুরু হয়েছে দিল্লি যাওয়ার।

author-image
SWETA MITRA
New Update
adsx

নিজস্ব সংবাদদাতা: বিকল্প পথে দিল্লির উদ্দেশ্যে তৃণমূলের নেতা কর্মীরা। বঞ্চিতদের নিয়ে বাসেই দিল্লি যাবেন তৃণমূলের নেতা কর্মীরা বলে খবর। তৃণমূল সূত্রে খবর, ৫০টি বাস নেওয়া হয়েছে। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে তৃণমূলের দিল্লি চলো মিশন বাস্তবায়নের পথে। মেলেনি ট্রেন, তাই বাসে করেই দিল্লির উদ্দেশে যাচ্ছেন কর্মীরা বলে খবর। প্রথম পর্যায়ে ৫টি বাস ছাড়ছে নেতাজী ইন্ডোর থেকে বলে খবর। জানা গিয়েছে,  সোমবারের মধ্যে দিল্লিতে ৩ – ৪ হাজার লোক জড়ো করতে চাইছে তৃণমূল। 

এদিকে আজ তৃণমূলের তরফে টুইট করে জানানো হয়েছে, "সরফরোশী কি তামান্না আব হামারে দিল মে হ্যায়, দেখনা হ্যায় জোর কিতনা বাজু--কাতিল মে হ্যায়! বিজেপি আমাদের পথে হাজারো বাধা সৃষ্টি করতে পারে, তবুও আমরা জনগণের অধিকারের জন্য লড়াই চালিয়ে যাব। আমাদের এমজিএনআরইজিএ এবং আবাস যোজনার তহবিল প্রকাশ না হওয়া পর্যন্ত আমরা এক ইঞ্চিও নড়ব না!”