BIG BREAKING: ঝড় উঠল সংসদে! সাসপেন্ড একের পর এক TMC সাংসদ

আজ ঝড় উঠল সংসদে। স্মোককাণ্ডে লোকসভার গোটা শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড একের পর এক তৃণমূল সাংসদকে। ২২ তারিখ পর্যন্ত চলবে শীতকালীন অধিবেশন। রইল এই নিয়ে বিস্তারিত আপডেট।

author-image
Anusmita Bhattacharya
New Update
dew

নিজস্ব সংবাদদাতা: স্মোককাণ্ডে আজ লোকসভায় হই হট্টগোল। এবার লোকসভা থেকে আজ সাসপেন্ড করা হল অধীর রঞ্জন চৌধুরীকে। ওই একই দিনে শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড করা হয়েছে তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অপরূপা পোদ্দার, আশীষ রায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, অসিত মালকে। এছাড়াও সাসপেন্ড প্রতিমা মণ্ডল, সুনীল মণ্ডল। সাসপেন্ড হয়েছেন কংগ্রেসের গৌরব গগৈ। জানা গেছে যে ২২ তারিখ পর্যন্ত চলবে শীতকালীন অধিবেশন। অর্থাৎ বাকি কয়েকটা দিন এঁরা সবাই হলেন সাসপেন্ড। 

hiring.jpg