নিজস্ব সংবাদদাতাঃ আর্থিক দুর্নীতি মামলায় গতকাল তামিলনাড়ুর মন্ত্রী মন্ত্রী ভি সেন্থিলকে বালাজিকে গ্রেফতার করেছে ইডি (ED)। এদিকে লোকসভা ও বিধানসভা ভোটের আগে এহেন ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। এদিকে এই ঘটনা প্রসঙ্গে এবার মন্তব্য করলেন তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Roy)।
তিনি আজ বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, ‘এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) যেভাবে অপব্যবহার করা হচ্ছে তা একেবারেই ভুল।‘
আর্থিক দুর্নীতি মামলায় তামিলনাড়ুর হেভিওয়েট মন্ত্রী সেন্থিল বালাজিকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি (ED)। এদিকে এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে রাজ্য সরকার। এই ঘটনায় এবার সরব হলেন তামিলনাড়ুর আইনমন্ত্রী এস রঘুপতি। তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘সেন্থিল বালাজিকে টার্গেট করে নির্যাতন করা হয়। ইডি তাকে টানা ২৪ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছিল। এটা পুরোপুরি মানবাধিকারের পরিপন্থী। ইডিকে জনগণ ও আদালতের কাছে জবাবদিহি করতে হবে।‘
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) মঙ্গলবার চেন্নাইয়ে বিদ্যুৎমন্ত্রী সেন্থিল বালাজির বাসভবনে তল্লাশি চালায়। একই অভিযানে মঙ্গলবার-বুধবার গভীর রাতে সেন্থিলকে ইডি হেফাজতে নিয়েছিল, কিন্তু তার পরে একটি অদ্ভুত ঘটনা ঘটে যখন ইডি হেফাজতে থাকা মন্ত্রী তার স্বাস্থ্য সম্পর্কে অভিযোগ করার পরে কাঁদতে শুরু করেন। এর পরেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) কর্মকর্তারা তামিলনাড়ুর বিদ্যুৎমন্ত্রী ভি সেন্থিল বালাজিকে একটি সরকারি হাসপাতালে নিয়ে আসেন বলে খবর। তামিলনাড়ুর মন্ত্রী ভি সেন্থিল বালাজি অর্থ পাচারের তদন্তের মুখোমুখি হয়েছেন। বুধবার সকালে ইডি আধিকারিকরা তাঁকে হেফাজতে নেন। অফিসাররা তাকে তাদের সাথে নিয়ে যেতে শুরু করার সাথে সাথে মন্ত্রী কান্নায় ভেঙে পড়েন।
এর একদিন আগে মন্ত্রীর বাড়িতে অভিযান চালান ইডির আধিকারিকরা। ইডি তখন তাকে মেডিকেল পরীক্ষার জন্য চেন্নাইয়ের ওমানদুরার সরকারী হাসপাতালে নিয়ে যায় তখনই শুরু হয় মহা নাটক। বলতে গেলে হাই ভোল্টেজ নাটক ছিল। সেখানে তিনি গাড়ির সিটে শুয়ে কাঁদছিলেন। তিনি সেইসময়ে রীতিমতো অস্থির হয়ে উঠছিলেন। এ সময় তার সমর্থকরাও সেখানে আসেন। শুর হয় বিক্ষোভ।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের বন্ধুত্ব সকলের জানা। সম্প্রতি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনকে ফোন করে অ-বিজেপি শাসিত রাজ্যগুলিতে রাজ্যপালদের "অগণতান্ত্রিক কার্যকলাপের" বিরুদ্ধে তাঁর উদ্যোগের প্রতি সংহতি প্রকাশ করেন। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে লড়াই আরও জোরদার করার বিষয়ে উভয় নেতা আলোচনা করেছেন।
It's totally wrong how Enforcement Directorate is being misused, says TMC MP Saugata Roy on Tamil Nadu minister V Senthil Balaji under ED custody in connection with an alleged money laundering case. pic.twitter.com/LoqnTJ0p1u
— ANI (@ANI) June 14, 2023