নিজস্ব সংবাদদাতাঃ জি ২০ সম্মেলন (G20 Summit) নিয়ে একদিকে যখন গোটা বিশ্ব মেতে উঠেছে ঠিক তখনই কেন্দ্রের অস্বস্তি বাড়ালো তৃণমূল। হ্যাঁ আজ রবিবার কেন্দ্রের অস্বস্তি বাড়িয়ে জি ২০ সম্মেলনের এক আলাদাই চিত্র তুলে ধরলেন তৃণমূল নেতা সাকেত গোখেল (Saket Gokhale)। তিনি আজ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন। যেখানে দেখা যাচ্ছে, ভারত মণ্ডপ একপ্রকার জলের তলায় চলে গিয়েছে। রাজ্যসভার সাংসদ লেখেন, ‘এক সাংবাদিকের এই ভিডিওতে দেখা যাচ্ছে, বৃষ্টির কারণে জি-২০ শীর্ষ সম্মেলনের ভেন্যু আজ প্লাবিত হয়েছে। ৪০০০ কোটি টাকা খরচ করার পর এই পরিকাঠামোর অবস্থা। জি-২০ তহবিলের এই ৪০০০ কোটি টাকার মধ্যে কত টাকা মোদী সরকার আত্মসাৎ করেছে?’
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ জলভরা ভারত মন্ডপের ভিডিও শেয়ার করে ভারতীয় যুব কংগ্রেসের সভাপতি বিভি শ্রীনিবাস লিখেছেন, "জি-২০ সদস্যদের হোস্ট করার জন্য কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত 'ভারত মন্ডপম'-এর ছবি। উন্নয়ন ভেসে উঠছে।" এহেন ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার একই ভারত মণ্ডপম কনভেনশন সেন্টারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজসহ ৩০টিরও বেশি দেশ ও সংস্থার নেতাদের স্বাগত জানান।
জি-২০ শীর্ষ সম্মেলনের প্রথম দিনে ভারত মণ্ডপে ইতিহাস সৃষ্টি হয়। ভারতের সভাপতিত্বে আফ্রিকান ইউনিয়নও এই গোষ্ঠীতে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করে। সেই সঙ্গে নয়া দিল্লী ঘোষণাপত্রও গৃহীত হয়। এর প্রধান অর্জন ছিল সংবেদনশীল রাশিয়া-ইউক্রেন ইস্যুতে একটি যৌথ বিবৃতিতে সমস্ত নেতাদের একমত করা। ১০০টিরও বেশি ইস্যুতে ঐকমত্য গড়ে তোলার মাধ্যমে ভারত এই প্ল্যাটফর্মে গ্লোবাল সাউথের নেতৃস্থানীয় কণ্ঠস্বর হিসাবে নিজেকে প্রমাণ করেছে।