নিজস্ব সংবাদদাতা:দিল্লি নির্বাচন নিয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বলেছেন, "আমি করোলবাগ বিধানসভা কেন্দ্র থেকে AAP প্রার্থীর পক্ষে প্রচার করছি। দিল্লির জনগণ কেন্দ্রীয় সরকারকে 1.75 লক্ষ কোটি টাকা দেয় কিন্তু বাজেটে তারা নয়াদিল্লির জন্য মাত্র 325 কোটি টাকা দিয়েছে...AAP সরকার সাধারণ মানুষের সর্বোত্তম স্বার্থে কাজ করছে...বিজেপি গত 10 বছরে কিছুই করেনি, তারা দিল্লিতে মাত্র 5000 বাড়ি তৈরি করেছে...দিল্লিতে হবে AAP সরকার গঠন"।