নিজস্ব সংবাদদাতাঃ সংসদে আজ বুধবার মহিলা সংরক্ষণ বিল (Women Reservation Bill) নিয়ে গর্জে উঠলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তিনি আজ কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন। তাঁর মন্তব্যকে ঘিরে সরগরম হয়ে ওঠে গোটা সংসদ। এই তৃণমূল সাংসদ বলেন, ‘নারী নিরাপত্তায় ব্যর্থ মোদী সরকার। মহিলা গবেষকদের বেতন দেওয়া হচ্ছে না। আইআইটি, ইসরোর মহিলা গবেষকদের বেতন বন্ধ। মহিলাদের ওপর অত্যাচার বন্ধ করতে পারেনি কেন্দ্রের মোদী সরকার। কেন হাথরাসের মতো ঘটনা বারবার ঘটবে?’