নিজস্ব সংবাদদাতাঃ বাদল অধিবেশন চলাকালীন বড় ধাক্কা খেল তৃণমূল। রাজ্যসভা থেকে সাসপেন্ড করে দেওয়া হল সাংসদ ডেরেক ও ব্রায়ানকে। মণিপুর ইস্যুতে আজ মঙ্গলবার নতুন করে রাজ্যসভায় তুমুল হইচই শুরু হয়। রাজ্যসভার অশালীন আচরণের জন্য রাজ্যসভার তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েনকে চলতি সংসদ অধিবেশনের বাকি সময়ের জন্য সাসপেন্ড করা হয়েছে বলে সাফ জানিয়ে দিলেন চেয়ারম্যান জগদীপ ধনকর। এদিনসংসদ নেতা পীযূষ গোয়েল ক্রমাগত সংসদের কার্যক্রম বিঘ্নিত করা, সংসদকে অমান্য করা এবং ক্রমাগত সংসদে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য" তাকে বরখাস্ত করার জন্য একটি প্রস্তাব উত্থাপন করেছিলেন।