মোদীকে 'প্রতারক' তকমা দিলেন সাংসদ, কে জানেন?

পিএম কেয়ারস ফান্ড থেকে শুরু করে নোটবন্দি, আয়ুষ্মান ভারত প্রকল্প, মণিপুর, করোনা, লকডাউন সহ একাধিক ইস্যুকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করল তৃণমূল।

author-image
SWETA MITRA
New Update
modi ang.jpg

নিজস্ব সংবাদদাতাঃ কেন্দ্রের বিজেপি সরকার ও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ‘ব্যর্থতা’ তুলে ধরল তৃণমূল কংগ্রেস। এদিন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়। এই ভিডিওতে তৃণমূলের রাজ্যসভার সাংসদকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রতারক বলতে শোনা যায়। কেন তিনি মোদীকে প্রতারক বলছেন সেই কারণও এক ভিডিও বার্তার মাধ্যমে তিনি স্পষ্ট করে দেন। তিনি জানান, ‘প্রথম হল পিএম কেয়ারস ফান্ড। এই  ফান্ডে কোন কোন চাইনিজ কোম্পানি টাকা ঢেলেছে তার তালিকা দিন। দ্বিতীয় হল নোটবন্দি। এটি একদমই বিপর্যয়। কালো টাকা সবই ফিরে এসেছে। চরম প্রতারণা  করেছেন আপনি। তৃতীয় হল কোভিড ১৯ মহামারি। মাত্র কয়েক ঘণ্টার নোটিশে আপনি সারা দেশজুড়ে লকডাউন ডেকে দিলেন। এই কোভিড ও লকডাউনের জেরে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন পরিযায়ী শ্রমিকরা। আয়ুষ্মান ভারত, বিশাল কেলেঙ্কারি হয়েছে। মণিপুর সংকট, উপেক্ষিত। এই তালিকা চলতেই থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনার প্রতারণা প্রকাশ্যে।‘