কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর! নির্বাচনী বন্ড তোলাবাজি, বিপাকে নির্মলা-বিস্ফোরক কুণাল

কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামনকে নিয়ে বড় মন্তব্য করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

author-image
Aniruddha Chakraborty
New Update
Kunal ghosh

file pic

নিজস্ব সংবাদদাতাঃ বেঙ্গালুরু আদালত কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামনের বিরুদ্ধে এফআইআর করার অনুমতি দেওয়ার বিষয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেছেন, "এটি অত্যন্ত গুরুতর ঘটনা, কারণ আদালত নির্মলা সীতারামনের বিরুদ্ধে নির্বাচনী বন্ড তোলাবাজির অভিযোগে এফআইআরের নির্দেশ দিয়েছে। আমরা প্রথম দিন থেকেই বলে আসছি যে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সংস্থাগুলোর অপব্যবহার করছে। এর দায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রীকেই নিতে হবে।" 

এছাড়া, তৃণমূলের ছাত্র মোর্চার নেতাদের সাসপেন্ড করা প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, "আমাদের দলে অনেক চলচ্চিত্র নির্মাতা, লেখক, শিল্পী রয়েছেন। তারা সবাই স্বাধীনভাবে কাজ করছে। কিন্তু সমস্যা হল, আরজি কর অত্যন্ত স্পর্শকাতর বিষয়, তদন্ত এখনও চলছে। তাই দল এই বিষয়ে কোনও চলচ্চিত্রের অনুমোদন দেয়নি এবং ছাত্র সংগঠনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছে।" 

nirmalaah.jpg