নিজস্ব সংবাদদাতাঃ হোলির এই উৎসবে মেতেছে সারা দেশ। পশ্চিমবঙ্গেও মানুষ আজ দোল পূর্ণিমা পালন করছে। রাজ্যের তৃণমূল নেতা দোলযাত্রার দিন সকালেই প্রভাতফেরীতে অংশগ্রহণ করেছে। তিনি পাড়ার ক্রিকেটেও অংশ নিয়েছেন। এই বিষয় নিয়ে টুইট করে জানিয়েছেন। তিনি বলেছেন, “দোল। রামমোহন সম্মিলনী। সকালে প্রভাতফেরী, তারপর পাড়া ক্রিকেট।”
/anm-bengali/media/media_files/AVqcYq8MhuYgo585xPt9.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/media_files/x4vv1arZvfB83eqGaCyH.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)