কৃষক বিদ্রোহে মৃত কৃষকের স্মৃতি উস্কে বিজেপিকে কটাক্ষ কুণালের

মঙ্গলবার অর্থাৎ ১২ ফেব্রুয়ারী সকাল ১০টায় শুরু হয়েছিল কৃষকদের 'দিল্লি চলো' যাত্রা। দিল্লি যাত্রার পথে পুলিশের সাথে সংঘর্ষে মৃত্যু হয় জ্ঞান সিং নামে এক কৃষকের। সেই স্মৃতি উস্কে বিজেপিকে কটাক্ষ কুণালের।

author-image
Shroddha Bhattacharyya
New Update
kunalll.jpg

Delhi Chalo: মঙ্গলবার থেকে কৃষক বিদ্রোহ চলছে। তার সপক্ষে মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তীব্র কটাক্ষের তীর ছুঁড়লেন সংবাদ মাধ্যমের দিকে। দিল্লির পুলিশকে বিজেপির পুলিশ বলে উল্লেখ করে তিনি তাঁর সমাজমাধ্যমে পোস্ট করে লেখেন, "দিল্লিতে কৃষক আন্দোলনে বিজেপির পুলিশের দমন পীড়ন চলছেই। পুলিশি তান্ডবের জেরে আহত, অসুস্থ এক কৃষক জ্ঞান সিং আজ মারা গিয়েছেন। হাজার হাজার কৃষক আন্দোলনে। বাংলা মিডিয়া দেখতে পাচ্ছে?"

 

 

v

স্ব

স

স