হাতে থালা নিয়ে দেশবাসী! এবার 'ডেলিভারিবয়' প্রধানমন্ত্রী মোদি

এবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস টুইটারে বিজেপিকে অনন্যভাবে আক্রমণ করল। ডেলিভারিবয় সাজিয়ে মোদিকে দেখানো হচ্ছে যে বাড়ি বাড়ি তিনি নাকি জুমলা ডেলিভারি করছেন।

author-image
Anusmita Bhattacharya
New Update
bjptmcjumla

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: ৯ বছর ধরে 'জুমলা' ডেলিভারি করছে বিজেপি। টুইটারে এভাবেই আক্রমণ করল তৃণমূল। সঙ্গে রয়েছে একটি ছবি যেখানে দেখা যাচ্ছে দেশবাসীর চোখে জল আর হাতে থালা। প্রধানমন্ত্রী মোদি গাড়িতে চেপে বাড়ি বাড়ি গিয়ে প্রতিটি দেশবাসীকে 'জুমলা' ডেলিভারি করছেন। টুইটারে এই ছবি পোস্ট করে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস লিখেছে, ফাঁকা প্রতিজ্ঞা, ফাঁকা হাত এবং মানুষের চোখে জল। এটাই কি আপনার অমৃতকাল প্রধানমন্ত্রী মোদি?

 

rectify impact.jpg