নিজস্ব সংবাদদাতাঃ রাজভবনে লাগাতার ধর্নায় বসেই আছে তৃণমূল। বকেয়া আদায়ের দাবিতে এবং রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাতের দাবিতে অনড় অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এরই মাঝে আজ শনিবার বাংলায় পা রাখলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি। আর এই নিয়ে কটাক্ষ করতে ছাড়ল না তৃণমূল। আজ এক টুইট বার্তায় তৃণমূল লেখে, "এমওএস সাধ্বী নিরঞ্জন, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সবারই আজ সংবাদ সম্মেলন করার কথা রয়েছে, এবং এটি তো কেবল শুরু। ফ্লাইটগুলি আগে থেকেই বুক করার জন্য প্রস্তুত হোন কারণ দিল্লি এবং বাংলার মধ্যে আরও যাতায়াত বাড়তে চলেছে বিজেপির জমিদারদের। অভিষেক বন্দ্যোপাধ্যায় অবিরাম সংকল্প দেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Narendra Modi) নিদ্রাহীন রাত কাটাচ্ছেন।"