নিজস্ব সংবাদদাতা: তিরুপতি মন্দিরে পদদলিতর ঘটনায় টিটিডি বোর্ডের সদস্য ভানু প্রকাশ রেড্ডি এদিন বলেন, “এসভিআইএমএস তিরুপতিতে ৩০ জন ভর্তি আছেন, তারা বিপদমুক্ত। আমরা মেডিকেল টিমের সাথে কথা বলেছি। মুখ্যমন্ত্রী এবং রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এখানে আসছেন। আমি এই ধরনের ঘটনার জন্য টিটিডি-র পক্ষ থেকে দুঃখিত। ভবিষ্যতে আর কখনও এমন ঘটনা ঘটবে না। যদি জানা যায় কোনও কর্মকর্তা এর সাথে জড়িত তবে আমরা এই সমস্ত কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। আমরা কাউকে রেহাই দেব না। আমরা রোগীদের সাথে দেখা করে সমস্ত বিষয় পর্যালোচনা করে দেখব”।