কোন গোপন রহস্য ঘিরে রয়েছে তিরুপতি বালাজি মন্দিরকে ?

তিরুপতি বালাজি মন্দিরকে ঘিরে রয়েছে একাধিক গোপন রহস্য। মনে করা হয়, তিরুপতি বালাজি মন্দিরে মাথার চুল দান করা অত্যন্ত শুভ।

author-image
Debapriya Sarkar
New Update
তিরুপতি বালাজি

নিজস্ব প্রতিবেদন : আমাদের দেশে একাধিক বিখ্যাত মন্দির রয়েছে। সেই বিখ্যাত মন্দিরগুলির মধ্যে একটি হল অন্ধ্রপ্রদেশের তিরুপতি শহরের তিরুপতি তিরুমালা দেবস্থানম। ভগবান বালাজিকে উৎসর্গ করা এই মন্দিরটিকে ঘিরে রয়েছে একাধিক গোপন রহস্য। আসুন জেনে নিন কি সেই রহস্য।

Tirupati

তিরুপতি বালাজি মন্দিরের গোপন রহস্য :

১. ভগবান শ্রী ভেঙ্কটেশ্বরের মাথায় রয়েছে সম্পূর্ণ আসল চুল।

২. ভগবান শ্রী ভেঙ্কটেশ্বর বা বালাজি মূর্তি থেকে ঘাম ঝরে। 

৩. তিরুপতি মন্দিরের পুজোর জন্য ২২ কিলোমিটার দূরে অবস্থিত একটি গ্রাম থেকে আসে ঘি, মাখন, পুজোর ফুল ও অন্যান্য সামগ্রি

৪. এই মন্দিরে বাইরের কোন মানুষ আজ অব্দি প্রবেশ করতে পারেনি। 

Balaji

৫. অন্যান্য মন্দিরের গর্ভগৃহের মধ্যিখানে দেবতার মূর্তি বসানো থাকলেও তিরুপতি বালাজি মন্দিরে ভগবান স্ত্রী ভেঙ্কটেশ্বরের মূর্তি রয়েছে ডানদিকে। 

৬. গর্ভগৃহে থাকা ভগবান বালাজির মূর্তির পেছন দিকে কান পাতলে শোনা যায় উত্তাল ঢেউয়ের শব্দ। 

৭. তিরুপতি বালাজি মন্দিরের গর্ভগৃহে থাকা প্রদীপ গুলি কখনোই নেভে না।

৮. ভগবান বালাজির মূর্তির পিছনের অংশ সবসময় ভিজে থাকে। পুরোহিত বারবার মরছিল সেই ভেজা ভাব দূর হয় না।