মানুষের সেবা করার জন্যই দলে থাকা! একের পর এক বিধায়কের পদত্যাগ

তিমারপুরের AAP বিধায়ক দিলীপ পান্ডে বিস্ফোরক মন্তব্য করেছেন।

author-image
Tamalika Chakraborty
New Update
োোোজ সতো

নিজস্ব সংবাদদাতা: সাত জন AAP বিধায়কের পদত্যাগ প্রসঙ্গে তিমারপুরের AAP বিধায়ক দিলীপ পান্ডে বলেছেন, "আমি AAP তে ছিলাম এবং আমি AAP-তে থাকব এবং অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে দিল্লির সেবা করা আমার সবচেয়ে বড় দায়িত্বগুলির মধ্যে একটি। বিজেপি এবং কংগ্রেস আমাকে প্রলুব্ধ করার চেষ্টা করেছে। এই দলটি আমাদের দিল্লি ও দেশের সেবা করার একটি মাধ্যম।"