এখনও হাসপাতালে ভর্তি শতাধিক, বড় আপডেট দিল স্বাস্থ্য বিভাগ

শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস, হাওড়়া-যশবন্তপুর এক্সপ্রেস ও মালগাড়ির সংঘর্ষে এখনও অবধি ২৯৫ জন যাত্রীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

author-image
Aniruddha Chakraborty
New Update
cor11

Train accident

নিজস্ব সংবাদদাতাঃ যে কোনও দুর্ঘটনাই ভয়ঙ্কর। কিন্তু শুক্রবার বালেশ্বরের কাছে পরপর তিনটি ট্রেনের যে দুর্ঘটনা ঘটেছে, তা বীভৎস বললেও কম বলা হবে। শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস, হাওড়়া-যশবন্তপুর এক্সপ্রেস ও মালগাড়ির সংঘর্ষে এখনও অবধি ২৯৫ জন যাত্রীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত ৯০০-রও বেশি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে আরও। এই অবস্থায় ওড়িশার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, "এখনও পর্যন্ত ১১৭৫ জন রোগী বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে ৭৯৩ জন রোগীকে ছেড়ে দেওয়া হয়েছে এবং ৩৮২ জন রোগী এখনও হাসপাতালে রয়েছেন, যার মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক, বাকিরা স্থিতিশীল।"