নিজস্ব সংবাদদাতা : ঘনিয়ে আসছে বিপর্যয়ের আগমনের দিন। মুম্বইয়ে ফুঁসছে আরব সাগর। শুরু বৃষ্টি। দেখুন ভিডিও।
প্রসঙ্গত, ঘূর্ণিঝড় সতর্কতায় আইএমডি থানে, মুম্বাই এবং পালঘরে সতর্কতা জারি করেছে। মৎস্যজীবীদের ১১-১৪ জুন পর্যন্ত সতর্ক থাকতে বলা হয়েছে ও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আরব সাগরে উঁচু উঁচু ডেউয়ের দেখা মিলেছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, "বুধবার সকাল পর্যন্ত ঘূর্ণিঝড়টি উত্তর দিকে অগ্রসর হওয়ার খুব সম্ভাবনা রয়েছে, তারপরে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হবে এবং সৌরাষ্ট্র ও কচ্ছ এবং পার্শ্ববর্তী পাকিস্তান উপকূল অতিক্রম করবে, মান্ডভি (গুজরাট) এবং করাচি (পাকিস্তান) এর মধ্যবর্তীতে ১৫ জুন দুপুরের দিকে একটি অত্যন্ত প্রবল ঘূর্ণিঝড় হিসাবে অবস্থান করবে। বইবে ঝোড়ো হাওয়া। বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় সর্বোচ্চ ১২৫-১৩৫ কিলোমিটার। ''