নিজস্ব সংবাদদাতাঃ আর মাত্র ৩-৪ ঘণ্টা, তারপরেই ধেয়ে আসছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। এমনই জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর বা আইএমডি (IMD)। আজ রবিবার আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ৩-৪ ঘণ্টার মধ্যে মহারাষ্ট্রের (Maharashtra) রত্নাগিরি, রায়গড়, থানে, পালঘর ও কোলহাপুর জেলার কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।