BREAKING: ভয়ানক দুর্ঘটনা রাস্তায়! বাসভর্তি পড়ুয়া ও শিক্ষক, একে একে মৃত্যু

কিভাবে ঘটল?

author-image
Anusmita Bhattacharya
New Update
Accident

নিজস্ব সংবাদদাতা:মুন্নার টপ স্টেশন রোডের ইকো পয়েন্টের কাছে একটি পর্যটক বাস উল্টে তিন পড়ুয়ার মৃত্যু হয়েছে। আজ দুপুরের দিকে এই দুর্ঘটনা ঘটে। বাসটি তামিলনাড়ুর নাগেরকোয়েল থেকে একদল কলেজ পড়ুয়াকে নিয়ে ভ্রমণে যাচ্ছিল। পড়ুয়ারা স্কট ক্রিশ্চিয়ান কলেজ, নাগেরকোয়েলের। তারা স্নাতক পর্যায়ের পড়ুয়া। বাসটিতে ৩৭ জন পড়ুয়া ও শিক্ষক ছিলেন। তথ্য দিল মুন্নার পুলিশ।