নিজস্ব সংবাদদাতাঃ একেবারে অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। ওড়িশা (Odisha) বিধানসভার (Bidhansabha) স্পিকার (Speaker) এবং দুই মন্ত্রী (Minister) শুক্রবার পদত্যাগ (Resign) করেছেন বলে জানা গিয়েছে। এই ঘটনার ফলে শীঘ্রই ওড়িশা মন্ত্রিসভায় রদবদল করা হতে পারে। বিক্রম কেশরী অরুখা ব্যক্তিগত কারণ দেখিয়ে স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন। এর পরেই পদত্যাগ করেন দুই মন্ত্রী। স্কুল ও গণশিক্ষা মন্ত্রী সমীর রঞ্জন দাশ পদত্যাগ করেছেন। শ্রমমন্ত্রী শ্রীকান্ত সাহুও শুক্রবার পদত্যাগ করেছেন। সাংবাদিকদের অরুখা বলেন, "আমি ডেপুটি স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছি।"