BREAKING: মারাত্মক দুর্ঘটনা! একের পর এক মৃত

কোথায় ঘটল এই ঘটনা?

author-image
Anusmita Bhattacharya
New Update
breakingbig

নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশের মথুরার থানা নৌঝিল এলাকার মাইল স্টোন ৬৩-এর কাছে এক্সপ্রেসওয়েতে টায়ার ফেটে একটি দ্রুতগতির গাড়ি উল্টে ৩ জন নিহত এবং ২ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়িটি বিশ্বম্ভর থেকে জেওয়ার যাচ্ছিল।

Accident