তিনজন কাউন্সিলরের বিজেপিতে যোগদান ! আম আদমি পার্টিতে বড়সড় ভাঙ্গন

আজ দিল্লী বিজেপির রাজ্য সভাপতি ভিরেন্দ্র সাচদেবার উপস্থিতিতে বিজেপিতে যোগদান করলেন তিনজন এমসিডি কাউন্সিলর অনিতা বাসোয়া, সন্দীপ বাসোয়া, আর ধর্মভীর সিং।

author-image
Debjit Biswas
আপডেট করা হয়েছে
New Update
virendra sachdeva

নিজস্ব সংবাদদাতা : কিছুদিন আগেই দিল্লী বিধানসভা ভোটে বিজেপির কাছে পর্যুদস্ত হতে হয়েছে আম আদমি পার্টিকে। দীর্ঘ ২৭ বছর পর রাজধানী দিল্লীর ক্ষমতা দখল করতে সক্ষম হয়েছে বিজেপি। আর এই হারের পর থেকেই ক্রমাগত ভাঙ্গনের মুখ দেখছে আম আদমি পার্টি। আজ দিল্লী বিজেপির রাজ্য সভাপতি ভিরেন্দ্র সাচদেবার উপস্থিতিতে বিজেপিতে যোগদান করলেন তিনজন এমসিডি কাউন্সিলর অনিতা বাসোয়া, সন্দীপ বাসোয়া, আর ধর্মভীর সিং। তিনজন কাউন্সিলরের এই যোগদানে যথেষ্ট খুশি গেরুয়া শিবির।