নিজস্ব সংবাদদাতা: ছত্তিশগড়ে বিজাপুর-সুকমা সীমান্তে জোনাগুড়া এবং আলিগুড়ার কাছে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে তিন জন জওয়ান নিহত হয়েছেন। ১৫ জন সেনা আহত হয়েছেন। তাঁদের রায়পুরের হাসপাতালে নিয়ে আসা হয়।
#WATCH | Three jawans succumbed to their injuries and 15 remain injured following the exchange of fire witnear Jonaguda & Aliguda at Bijapur- Sukma Border.