নিজস্ব সংবাদদাতাঃ খুব শীঘ্রই শুরু হতে চলেছে লোকসভা নির্বাচন। তার আগেই বিজেপিতে যোগদান করলেন রাজ্যের তিন নির্দল বিধায়ক। রাজ্যে হিমাচল প্রদেশের বিজেপি সভাপতি রাজীব বিন্দাল এবং কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের উপস্থিতিতে হিমাচল প্রদেশের তিন নির্দল বিধায়ক আশিস শর্মা, কেএল ঠাকুর এবং হোশিয়ার সিং বিজেপিতে যোগ দিয়েছেন।
/anm-bengali/media/media_files/cRYr1pJT0GjxDxwIMztP.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/media_files/x4vv1arZvfB83eqGaCyH.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)