নিজস্ব সংবাদদাতাঃ একরাতেই যেন মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে বালেশ্বর। ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে অভিশপ্ত করমণ্ডলের বহু কামরা। উদ্ধার কাজে মাঠে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল, সেনা। শেষ পাওয়া আপডেটে জানা যাচ্ছে এখনও পর্যন্ত ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ২৬১ জনের মৃতদেহ। আহত ৯০০-র বেশি। সূত্রে খবর, বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ছড়ানেখালি গ্রামের তিন ভাইয়ের। ধান রোয়ার কাজে অন্ধ্রপ্রদেশে যাচ্ছিলেন দিবাকর, নিশিকান্ত ও হারান গায়েন। ৩ ভাইয়েরই মৃত্যু হয়েছে। অন্যদিকে, একই গ্রামের বাসিন্দা দুই পরিযায়ী শ্রমিক বিকাশ হালদার ও সঞ্জয় হালদারেরও মৃত্যু হয়েছে।